Japan: সূর্যোদয়ের দেশে মোদি, আগামী দশ বছরে ভারতে ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাপান

Japan To Invest Nearly 68 Billion USd In India Over Ten Years

মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় দুই বছর পাঁচ মাস পর ফের জাপান সফরে গিয়ে ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন। টোকিওতে অনুষ্ঠিত ১৫তম ভারত–জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা উপস্থিত ছিলেন। এই সম্মেলনের সময় দু’দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। জানা যাচ্ছে, আগামী দশ বছরে জাপান (Japan), ভারতে ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

কী কী বিষয়ে মৌ স্বাক্ষরিত হল?

এই মৌসমূহের মধ্যে রয়েছে মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পাশাপাশি আরও কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে, যা ভবিষ্যতের ভারত–জাপান (Japan) সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

কী জানাল ভারতের বিদেশমন্ত্রক?

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের সময় যে চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল— ডিজিটাল পার্টনারশিপ, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে যৌথ উদ্যোগ, ডি-কার্বনাইজিং প্রযুক্তিতে সহযোগিতা, বর্জ্য ও জলের ব্যবস্থাপনার ক্ষেত্রে বিকেন্দ্রীকৃত প্রযুক্তি প্রয়োগ, এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তার। এছাড়া, খনিজ সম্পদ উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পরিবেশগত বিষয়েও যৌথ কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও

এই সফরে দু’দেশের মধ্যে (Japan) কৃত্রিম বুদ্ধিমত্তাক্ষেত্রে যৌথ উদ্যোগের সূচনাও হয়েছে। দুই দেশ বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালার প্রসঙ্গেও একমত হয়েছে এবং ভবিষ্যতে এই বিষয়ে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে। জাপানের (Japan) পক্ষ থেকে ভারতে ১০ ট্রিলিয়ন ইয়েনের বেসরকারি বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে।

দুই দেশের মধ্যে প্রতি বছর তিনটি করে সফর আয়োজন করা হবে

ভারত ও জাপানের বিদেশ মন্ত্রক যৌথ বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের মধ্যে প্রতি বছর তিনটি করে সফর আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মাধ্যমে নেতৃত্ব পর্যায়ে নিয়মিত মতবিনিময় ও সহযোগিতা আরও দৃঢ় হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি এর আগে ২০২৩ সালের মে মাসে শেষবার জাপান সফর করেছিলেন। এবারের সফর শেষ করে তিনি চিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share