RSS: ৫ সেপ্টেম্বর যোধপুরে বসছে আরএসএস-এর বার্ষিক অখিল ভারতীয় সমন্বয় বৈঠক, চলবে তিনদিন

RSS Akhil Bharatiya Samanvay Baithak 2025 press conference by Sunil Ambekar

মাধ্যম নিউজ ডেস্ক: এ বছরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর অখিল ভারতীয় সমন্বয় বৈঠক (RSS) অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থানের যোধপুরে (Jodhpur)। এই বৈঠক চলবে ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত, মোট তিন দিন। প্রতি বছরেই সংঘের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। গত বছর এই বৈঠক কেরলের পালাক্কাড় জেলায় অনুষ্ঠিত হয়েছিল। এই জাতীয় সমন্বয় বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ৩২টি শাখা সংগঠনের নির্বাচিত প্রধানরা উপস্থিত থাকবেন বলে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখযোগ্য যে, এই সমস্ত সংগঠন সমাজিক ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করে এবং তারা আরএসএস-এর আদর্শ ও ভাবধারার অনুসারী।

উপস্থিত থাকবেন সংঘের সরসংঘচালক ড. মোহন ভাগবত

বৈঠকে প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা তাদের বর্তমান কার্যক্রম ও পরিস্থিতি তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশদ আলোচনা করবেন। সেইসঙ্গে, দেশের ঐক্য, নিরাপত্তা, এবং সামাজিক নীতিসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হবে। সারাদেশে বর্তমানে চলমান নানা বিষয়ে আরএসএস কী পদক্ষেপ করবে, তা নিয়েও এই বৈঠকে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন সংঘের (RSS) সরসংঘচালক ড. মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। এছাড়াও উপস্থিত থাকবেন ৩২টি শাখা সংগঠনের জাতীয় সভাপতি, সংগঠন সম্পাদক ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

শতবর্ষে সংঘ (RSS)

এই সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল—রাষ্ট্রীয় সেবিকা সমিতি, বনবাসী কল্যাণ আশ্রম, বিশ্ব হিন্দু পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় কিষাণ সংঘ, বিদ্যাভারতী, ভারতীয় মজদুর সংঘ ইত্যাদি। এক্ষেত্রে উল্লেখযোগ্য, চলতি বছরের অক্টোবর মাসেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) তার শততম বর্ষে পদার্পণ করতে চলেছে। আগামী ২ অক্টোবর পড়েছে বিজয়া দশমী। এই উপলক্ষে সমন্বয় বৈঠকে বিশেষ আলোচনা হতে পারে বলে আরএসএস নেতৃত্ব জানিয়েছেন। ইতিমধ্যে নাগপুরে অনুষ্ঠিত হতে চলা বিজয়া দশমী অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। জানা গেছে, এ বছরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share